বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২ অগাস্ট ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
শেয়ার

জয়সওয়ালের সেঞ্চুরিতে ওভালে ঘুরে দাঁড়িয়েছে ভারত


Jaiswalপ্রথম ইনিংসে দুই দলই ছিল সমানে সমান। ভারত অলআউট হয়েছিল ২২৪ রানে। ইংল্যান্ড অলআউট হলো ২৪৭ রানে। মাত্র ২৩ রানের লিড নিতে পেরেছিল স্বাগতিক ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই লোকেশ রাহুল এবং সাই সুদর্শনের উইকেট হারিয়ে বিপদে পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিলো ভারতের। ৭ রান করে আউট হন লোকেশ রাহুল এবং ১১ রান করে বিদায় নেন সাই সুদর্শন।

কিন্তু ৭০ রানে ২ উইকেট হারানোর পর জুটি বাধেন আরেক ওপেনার জসস্বি জয়সওয়াল ও মিডল অর্ডার আকাশ দিপ। ১০৭ রানের অবদ্য জুটি গড়েন তারা দু’জন। ৪২.১ ওভারে ১৭৭ রানের মাথায় আউট হন আকাশ দিপ। ৯৪ বলে ৬৬ রান করে আউট হন তিনি। এরপর অধিনায়ক শুভমান গিল (১১) এবং মিডল অর্ডারে আরেক ব্যাটার করুন নায়ার (১৭) আউট হলেও জয়সওয়াল টিকে ছিলেন।

দলীয় ২৭৩ রানের মাথায় ৬ষ্ঠ ব্যাটার হিসেবে জয়সওয়াল যখন আউট হলেন তখন তার রান ১১৮। অর্থ্যাৎ, তার আগেই ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি পূরণ করে ফেলেন তিনি।

বার্মিংহ্যাম, লর্ডস ও ম্যানচেস্টার টেস্টে সেঞ্চুরির দেখা না পাওয়ায় সমালোচনার শিকার হচ্ছিলেন তিনি। এমনকি ওভাল টেস্টের প্রথম ইনিংসেও আউট হন তিনি ২ রান করে। অবশেষে সমালোচকদের মুখ বন্ধ করে দারুণ এক সেঞ্চুরি করেন জয়সওয়াল। শেষ পর্যন্ত ১৬৪ রানে ১১৮ রান করে আউট হন তিনি।

এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৮৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৯৬। লিড দাঁড়িয়েছে ৩৭৩ রানের।