
ম্যাচ জেতানোর পর হোল্ডারের উল্লাস
মাত্র ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রায় হারতেই বসেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে জেসন হোল্ডারের নৈপুণ্যে টানা সপ্তম হারের লজ্জা থেকে মুক্তি পেল ক্যারিবীয়রা। ইনিংসের শেষ ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ৬ ম্যাচ পর দলকে জয়ের স্বাদ দিলেন তিনি। তাতে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায়ও ফিরলো ক্যারিবীয়রা।
রোববার (৩ আগস্ট) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২ উইকেটের ব্যবধানে হারাল শাই হোপের দল। ১৩৪ রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয় তুলে নিলো তারা।
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। কিন্তু শাহিন আফ্রিদির দ্বিতীয় বলে এলবিডব্লিউ হয়ে যান শেফার্ড। পরের তিন বলে মাত্র ৪ রান আসায় শেষ বলে দরকার পড়ে ৩ রানের। তখন স্ট্রাইকপ্রান্তে থাকা হোল্ডার ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে চার মেরে ম্যাচ শেষ করেন।
এর আগে, ব্যাট হাতে পাকিস্তানের পক্ষে মোহাম্মদ নাওয়াজ করেন ২৩ বলে ৪০ রান, সালমান আলী আঘা ৩৩ বলে ৩৮ আর ফখর জামান ১৯ বলে করেন ২০ রান। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রানে থামে পাকিস্তান ।
বল হাতে ক্যারিবীয়দের সেরা পারফরমার ছিলেন জেসন হোল্ডার। তিনি ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৪টি উইকেট। ব্যাট হাতেও শেষ বলে চার মেরে দলকে জয় এনে দেওয়ায় ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি।
সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল ভোরে।








































