হার্ট অ্যাটাকের পাঁচ মাস পর আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আসন্ন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে নামবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান।
গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ চলাকালীন সময়ে হৃদরোগে আক্রান্ত হন তামিম। এরপর থেকে তিনি মাঠের বাইরে ছিলেন। তবে এবার চট্টগ্রামের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি, এমনটাই জানিয়েছেন আকরাম।
শুধু তামিম নন, এনসিএলে অংশ নেবেন আরও দুই অভিজ্ঞ ক্রিকেটার—মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। আকরাম খান বলেন, “আশা করছি ওরা তিনজনই খেলবে। তামিমের সঙ্গে কথা হয়েছে, সে খেলবে। মুশফিক সম্ভবত সিলেটের হয়ে খেলতে চায় এবং সে অনুরোধও করেছে। রিয়াদ এখনও কিছু বলেনি, তবে খুব সম্ভবত সেও খেলবে, খেলা উচিত।”
আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এনসিএলের এই সংক্ষিপ্ত সংস্করণ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যুতে—রাজশাহী, সিলেট ও বগুড়া। শুরুতে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে ভাবা হলেও পরবর্তীতে সেটি বাদ দেওয়া হয়েছে। এ বিষয়ে আকরাম বলেন, “আমরা এম এ আজিজ স্টেডিয়ামের কথা চিন্তা করেছিলাম, কিন্তু সেখানে কাঙ্ক্ষিত মানের উইকেট না পাওয়ার আশঙ্কায় বাতিল করেছি।”
ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর কথাও জানানো হয়েছে। এবার প্রতিটি ম্যাচে একজন ক্রিকেটার পাবেন ৪০ হাজার টাকা, যেখানে আগের হার ছিল ২৫ হাজার।








































