বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ১১ অগাস্ট ২০২৫, ৯:০৪ পূর্বাহ্ন
শেয়ার

ওয়ানডেতে ৬ বছর পর পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ, সিরিজে সমতা


west-indiesঘরের মাঠে ওয়ানডে সিরিজে দারুণ প্রত্যাবর্তন করেছে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে রোববার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরায় স্বাগতিকরা। এই জয়ের মাধ্যমে ৬ বছর পর ৫০ ওভারের ক্রিকেটে পাকিস্তানকে হারালো ক্যারিবীয়রা।

২০১৯ সালের ৩১ মে ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২০২২ সালের দ্বিপক্ষীয় সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ৩-০ ব্যবধানে।

দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ধীরগতির সূচনা করে পাকিস্তান। বৃষ্টির কারণে খেলা তিনবার বন্ধ হয়, পরে ম্যাচের দৈর্ঘ্য কমে দাঁড়ায় ৩৭ ওভারে। নির্ধারিত ওভারে পাকিস্তান করে ৭ উইকেটে ১৭১ রান। দলের পক্ষে হাসান নওয়াজ ৩০ বলে অপরাজিত ৩৬, হুসাইন তালাত ৩২ বলে ৩১, আব্দুল্লাহ শফিক ৪০ বলে ২৬, সাইম আইয়ুব ৩১ বলে ২৩ এবং অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৩৮ বলে ১৬ রান করেন।

জবাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে রস্টন চেজ খেলেন অপরাজিত ৪৭ বলে ৪৯ রানের ইনিংস। শারফেন রাদারফোর্ড করেন ৩৩ বলে ৪৫, শাই হোপ ৩৫ বলে ৩২ এবং জাস্টিন গ্রিভস অপরাজিত ৩১ বলে ২৬ রান করে দলের জয় নিশ্চিত করেন। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ দুটি করে উইকেট নেন।