রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২০ অগাস্ট ২০২৫, ৯:২৪ পূর্বাহ্ন
শেয়ার

নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীদের হামলা, নিহত ২৭


Nigeria
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ফজরের নামাজরত মুসল্লিদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে সশস্ত্র ডাকাতরা। এ ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে কাটসিনা প্রদেশের এক মসজিদে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর ৪টার দিকে নামাজ পড়তে আসা মুসল্লিদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয়রা আল জাজিরাকে বলেন, “আমরা যখন নামাজে দাঁড়াই, তখন হঠাৎই একদল বন্দুকধারী ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে।”

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে এ ধরনের হামলার ঘটনা নতুন নয়। প্রায়ই সশস্ত্র গোষ্ঠী, স্থানীয় পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘাত এবং সহিংসতার ঘটনা ঘটছে।