রবিবার । ডিসেম্বর ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২০ অগাস্ট ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

মহাকাশে ৭ স্যাটেলাইট পাঠাল চীন


China Sattelite

বাণিজ্যিক রকেটের মাধ্যমে মহাকাশে একসঙ্গে সাতটি স্যাটেলাইট পাঠিয়েছে চীন। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৩ মিনিটে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ‘লিচিয়ান-১ ওয়াই১০’ নামের এই রকেটটি উৎক্ষেপণ করা হয়।

রকেটটি সফলভাবে স্যাটেলাইটগুলোকে তাদের পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।

চীনের বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ পরিষেবা প্রদানকারী সংস্থা ‘সিএএস স্পেস’ এই ‘লিচিয়ান-১’ সিরিজের রকেটটি তৈরি করেছে। এটি ছিল এই সিরিজের অষ্টম সফল উৎক্ষেপণ মিশন।