Search
Close this search box.
Search
Close this search box.

বাজারে এলো হুন্দাইয়ের অ্যাক্সেন্ট ২০১৫

কোরিয়ার সর্ববৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই মোটরসের অ্যাক্সেন্ট মডেলের ২০১৫ সংস্করণ সোমবার বাজারে এসেছে। উন্নত নিরাপত্তা ব্যবস্থা, নতুন কিছু ইনফোটেইনমেন্ট ফিচারের সাথে মডেলটির বাইরের চেহারায়ও আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন।

140915_p10_hyundaiনজরকাড়া গ্রিল আর হেডল্যাম্পের সাথে উল্লেখযোগ্য নিরাপত্তা ব্যবস্থা হিসেবে থাকছে টায়ার মনিটরিং সিস্টেম ও সাইড এয়ারব্যাগ। এগুলো রোলওভারের সময় যাত্রীকে অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়াতে সাহায্য করবে।

chardike-ad

অ্যাক্সেন্ট ২০১৫’র বিজ্ঞাপন বার্তায় হুন্দাই মোটর বলছে, “সর্বাধুনিক সুবিধাদি সম্বলিত হুন্দাইয়ের সর্বাধিক বিক্রিত মডেলটির সর্বশেষ সংস্করণ গাড়িপ্রেমীদেরকে সাধ্যের মধ্যে দারুণ কিছুই উপহার দেবে।”

তিনটি ভিন্ন রংয়ের সাথে তরুণ ক্রেতাদের কথা বিবেচনায় রেখে উন্নত করা হয়েছে স্মার্ট মোবাইল ডিভাইসগুলোর সংযোগব্যবস্থা। অতিরিক্ত হিসেবে পাওয়া যাবে সাত ইঞ্চি ইনফোটেইনমেন্ট ও নেভিগেশন স্ক্রিন।