Search
Close this search box.
Search
Close this search box.

এফএম রেডিওতে রায়ের খবর জানলেন সাঈদী

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কাশিমপুর পার্ট-১) এফএম রেডিওতে নিজের মামলার রায় শুনেছেন জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। এ সময় তিনি নীরব ছিলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন।

saydeeঢাকা কেন্দ্রীয় কারাগারের (কাশিমপুর পার্ট-১) এক শীর্ষ কর্তা নতুন বার্তা ডটকমকে বলেন, “বন্দীরা সব সময় কারা অভ্যন্তরে এফএম রেডিও শুনতে পারেন। টাকার বিনিময়ে কারাগারের নিয়মানুযায়ী নির্দিষ্ট চারটি পত্রিকা পড়ার সুযোগ রয়েছে। বুধবার এফএম রেডিওর মাধ্যমে তিনি (সাঈদী) রায়ের খবর শুনেছেন। এ সময় তার আশপাশে সেবকরা ছিলেন।”

chardike-ad

সেবকদের বরাত দিয়ে এ কারাকর্তা জানান, নিজ কক্ষে বসে রেডিওতে রায় শোনার পর সাঈদী নীরব ছিলেন। আল্লাহর কাছে কী যেন প্রার্থনা করছিলেন।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ বুধবার সকালে এ রায় ঘোষণা করেন।