শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৩০ অগাস্ট ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
শেয়ার

জ্ঞান ফিরেছে নুরের, চেয়েছেন দোয়া


Noor ICU
রাজধানীর রাজপথে সংঘর্ষের রক্তাক্ত অধ্যায়ের পর আইসিইউতে লড়াই করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বিজয়নগরে জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষ এবং পরবর্তী আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত সাবেক এই ডাকসু ভিপির জ্ঞান ফিরেছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে নুরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাসে জানানো হয়, “হামলার পর থেকে নুর আইসিইউতে চিকিৎসাধীন আছেন, এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই দোয়া করবেন।”

স্ট্যাটাসের সঙ্গে প্রকাশ করা হয়েছে দুটি ছবি। সেখানে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন নুর, মুখে অক্সিজেন মাস্ক, নাকে ব্যান্ডেজ বাঁধা, চোখেমুখে স্পষ্ট ব্যথার ছাপ। তার চারপাশে সাদা দেয়াল আর যন্ত্রপাতির ঠান্ডা উপস্থিতি যেন সাক্ষ্য দিচ্ছে রাতের রক্তাক্ত সহিংসতার।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ফুটেজে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তে ভিজে গেছে, নাক ফেটে রক্ত ঝরছে, কর্মীরা তাকে স্ট্রেচারে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

গতকাল শুক্রবার রাতে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী নামে, কিন্তু অভিযোগ উঠেছে, তাদের লাঠিচার্জ ও হামলাতেই গুরুতর আহত হন নুরুল হক নুর।

পরে রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।