Search
Close this search box.
Search
Close this search box.

১০ কোম্পানীর হাতে কোরিয়ার অর্থনীতি

১০টি বড় গ্রুপ অব কোম্পানী (제벌) কোরিয়ার অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। এশিয়ার চতুর্থ অর্থনীতির দেশ দঃ কোরিয়ার অর্থনীতিতে বড় বড় কোম্পানীগুলোর আধিপত্য দিন দিন বেড়েই চলছে। চেবল.কম এর রিপোর্ট অনুযায়ী, ২০১১ সালে কোরিয়ার মোট জিডিপির ৭৬.৫ শতাংশ যোগান দিয়েছে শীর্ষ ১০টি কোম্পানী যার পরিমাণ ছিল ৮৩৩.৩ বিলিয়ন ডলার (৯৪৬.১ ট্রিলিয়ন উওন) এবং ২০০২ সালে এই পরিমাণ ছিল ৫৩.৪ শতাংশ। রিপোর্ট অনুযায়ী, কোরিয়ার বৃহত্তম কোম্পানী স্যামসাংয়ের মোট বিক্রির পরিমাণ মোট জিডিপির ২১.৯ শতাংশ, কোরিয়ান মুদ্রার হিসেবে যা ২৭০.৮ট্রিলিয়ন উওন। কোরিয়ার আরেক জায়ান্ট হুন্দাইয়ের মোট বিক্রির পরিমাণ ১৫৫.৮ট্রিলিয়ন উওন যা মোট জিডিপির ১২.৬শতাংশ। অন্য দুই শীর্ষ কোম্পানী এসকে এবং এলজির বিক্রির পরিমাণ কোরিয়ার জিডিপির যথাক্রমে ১১.৭ এবং ৯শতাংশ। রিপোর্টে বলা হয়, এসব পরিবারভিত্তিক কোম্পানীগুলো কোরিয়ার অর্থনীতিতে দিন দিন শক্তিশালী হচ্ছে।