Search
Close this search box.
Search
Close this search box.

২ অক্টোবরের মধ্যে পোশাককর্মীদের বেতন পরিশোধে মন্ত্রণালয়ের নির্দেশ

garments_worker_bdআসন্ন পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে দেশের পোশাক কারখানাগুলোতে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে উৎসব ভাতা ও ২ অক্টোবরের মধ্যে মাসিক বেতন পরিশোধের নির্দেশ দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। রবিবার সচিবালয়ে গার্মেন্ট মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সরকারের ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি’র সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এ সময় মন্ত্রী ব্যাংকগুলোর প্রতি অনুরোধ জানান যে তারা যেন মালিকদের এ বিষয়ে সহায়তা করে।

এছাড়া শ্রমিকদের বাড়ি ফেরার সুবিধার বিষয়টি বিবেচনা করে সব কারখানা একদিনে ছুটি না দিয়ে দুই এক দিন আগেপরে করে ঈদ-পূজার ছুটি ঠিক করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।

chardike-ad

চাঁদ দেখার ভিত্তিতে আগামী ৫ থেকে ৭ অক্টোবর ঈদের সরকারি ছুটি হওয়ার কথা। এর আগে ৪ অক্টোবর রয়েছে হিন্দু সম্প্রদায়ের বিজয়া দশমীর ছুটি।