এশিয়া কাপে টিকে থাকতে জয়ের বিকল্প নেই আফগানিস্তানের। শঙ্কা আছে শ্রীলংকারও, রুখতে হবে বড় ব্যবধানের হার। এই ম্যাচে চোখ রয়েছে বাংলাদেশেরও। লংকানরা হেরে গেলেই বিদায় নেবে লিটনরা। এমন ত্রিমুখী সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রশিদ খানের দল।
একাদশে দুই পরিবর্তন এনেছে আফগানিস্তান। গাজানফার ও গুলবদিন নাইবের বদলে সুযোগ পেয়েছেন মুজিব উর রহমান ও ডারউইশ রাসুলি। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে শ্রীলঙ্কা। মহীশ তিকশানার পরিবর্তে দুনিত ভেল্লালাগে সুযোগ পেয়েছেন একাদশে।
আবুধাবির উইকেটে দারুণ স্পিন ধরেছে। তবে পিস রিপোর্টে আজকের ম্যাচের উইকেট কিছুটা ভিন্ন উল্লেখ করা হয়েছে। ঘাস থাকায় পেসাররা সাহায্য পেতে পারেন। যে কারণে আফগানিস্তান স্পিনার কমিয়েছে। যদিও শ্রীলঙ্কা কমিয়েছে পেসার।
শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে জিতলে এশিয়া কাপের সুপার ফোরে চলে যাবে আফগানিস্তান। বিদায় নিতে হবে বাংলাদেশের। আফগানরা হারলে সুপার ফোরে চলে যাবে বাংলাদেশ। হারলেও নেট রান রেটে শ্রীলঙ্কার শেষ চারে যাওয়া অনেকটাই নিশ্চিত। শুধু বিপর্যয় এড়াতে হবে তাদের।
শ্রীলঙ্কার একাদশ: পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা।
আফগানিস্তানের একাদশ: সেদিকউল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, ডারউইশ রসুলি, আজমতউল্লাহ ওমরজাই, করিম জনাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, মুজিব উর রহমান ও ফজলহক ফারুকি।





































