বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২০ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

সুপার ফোরে বাড়তি ‘সুবিধা’ পাবে ভারত


india-asian-cupচলমান এশিয়া কাপের সুপার ফোরের চার দল এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। ‘এ’ গ্রুপ থেকে উঠেছে ভারত আর পাকিস্তান। ‘বি’ গ্রুপ থেকে নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ। শনিবার (২০ ‍সেপ্টেম্বর) থেকে শুরু হবে সুপার ফোরের ম্যাচগুলো।

নিয়ম অনুযায়ী, চার দল একে অপরের মুখোমুখি হবে একবার করে। প্রতিটি দল তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে, আর সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ২৮ সেপ্টেম্বরের ফাইনাল।

তবে সূচি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, অন্যদের তুলনায় বেশ কিছু বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। তাদের প্রতিটি ম্যাচের মাঝে রয়েছে বিশ্রামের বিরতি, এবং সব ম্যাচই হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফলে ভ্রমণ ঝক্কি নেই, আর একই ভেন্যুর উইকেটে খেলায় পিচ সম্পর্কেও তাদের বাড়তি সুবিধা থাকবে।

শ্রীলঙ্কা ভারতের মতো দুই দিনের বিরতি পেলেও তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে হবে আবুধাবিতে গিয়ে। আর প্রতিপক্ষ হবে পাকিস্তান, যা চাপের।

অন্যদিকে, বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ২৪ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হওয়ার আগে তিন দিনের বিরতি পেলেও, শেষ ম্যাচ খেলতে হবে পরদিনই অর্থাৎ ২৫ সেপ্টেম্বর। ফলে ক্লান্তি ও পরপর ম্যাচের চাপটা থেকে যাবে লিটন দাসদের ওপর।

সব মিলিয়ে সূচি বিশ্লেষণ করলে স্পষ্ট— সুপার ফোরে ভারতের জন্য তৈরি হয়েছে তুলনামূলক আরামদায়ক পথ। যা তাদের ফাইনালের দৌড়ে এগিয়ে রাখবে শুরু থেকেই।