বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
শেয়ার

মার্চে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান


bangladesh-pakistan

ফাইল ছবি

ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট। এশিয়া কাপ শেষে আরও কর্মমুখর দিন যাবে টাইগারদের। এরই মাঝে এলো নতুন খবর—পরিবর্তন আসছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচিতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এরপরই তাদের বাংলাদেশ সফরের কথা রয়েছে।

আইসিসির সূচি অনুযায়ী, সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল পাকিস্তানের। তবে আলোচনার পর দু’ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, আপাতত টি-টোয়েন্টি সিরিজ হবে না। প্রয়োজনে পরবর্তী সময়ে নতুন সূচিতে খেলা আয়োজন করা হবে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখে আপাতত ৫০ ওভারের খেলায় মনোযোগ দিচ্ছে দুই বোর্ড।

তিন ম্যাচের টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে ২০২৬ সালের ২৩ মার্চ বাংলাদেশে আসবে পাকিস্তান। ২৬ মার্চ থেকে শুরু হবে সিরিজ, টেস্ট দিয়েই মাঠে নামবে দু’ দল। একটি টেস্ট হবে মিরপুরে এবং আরেকটি সিলেটে।

অন্যদিকে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। তবে ম্যাচের তারিখ এখনো নির্ধারিত হয়নি।