বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২০ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৫ অপরাহ্ন
শেয়ার

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


tossএশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েন শ্রীলঙ্কাকে। অর্থাৎ, লঙ্কানদের ছুড়ে দেওয়া রান তাড়া করবেন লিটন অ্যান্ড কোং।

একাদশে আজ দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে খেলা নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন আজ একাদশে নেই। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী ও শরিফুল ইসলাম। অন্যদিকে শ্রীলঙ্কার একাদশে নেই কোনো পরিবর্তন।

বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান, সাইফ হাসান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কার একাদশ: পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা।