বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা


dasun-shanakaএশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে দাসুন শানাকার ব্যাটিং ঝড়ে বাংলাদেশের সামনে ১৬৯ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কা।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা করে লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। মাত্র ৫ ওভারে দু’জন মিলে যোগ করেন ৪৪ রান। বিশেষ করে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামের ওপর চড়াও ছিলেন তারা।

তবে তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। সাইফ হাসানের ক্যাচে ১৫ বলে ২২ রান করে ফেরেন পাথুম। এরপর স্পিনার শেখ মেহেদী এক ওভারে জোড়া আঘাত হানেন। ৩৪ রানে ছক্কা মারতে গিয়ে সাইফের হাতে ধরা পড়েন কুশল মেন্ডিস, আর রিভার্স স্কুপ করতে গিয়ে বোল্ড হয়ে যান কামিল মিশারা।

পরিস্থিতি সামলাতে কুশল পেরেরা ও দাসুন শানাকা জুটি গড়ার চেষ্টা করলেও ৩২ রানের বেশি টিকতে পারেননি। মোস্তাফিজুর রহমানের অফ কাটার ব্যাটে ছুঁয়ে লিটন দাসের হাতে ক্যাচ দেন পেরেরা (১৬ বলে ১৬)। এরপর শানাকার সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন চারিথ আশালঙ্কা। তবে তিনি ১২ বলে ২১ রান করে ফেরেন।

শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শানাকার ব্যাট থেমে থাকেনি। ৩৭ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। তার ব্যাটিংয়ের সঙ্গে বাংলাদেশের একাধিক মিসফিল্ডও বড় সংগ্রহ গড়তে সাহায্য করেছে লঙ্কানদের। শেষ পর্জন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রানে থামে তাদের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২টি করে উইকেট ভাগ করে নেন শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদ।