Search
Close this search box.
Search
Close this search box.

কাঁচামরিচের যত গুণ

MORICHপ্রতিদিন যাদের ভাতের সঙ্গে একটি কাঁচামরিচ না খেলে চলেই না, তাদের জন্য সুখবর। কাঁচামরিচ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি সাধারণত কাঁচা, রান্না কিংবা বিভিন্ন ভাজিতে দিয়ে খাওয়া হয়। এতে আছে ভিটামিন এ, সি, বি, আয়রন ও পটাশিয়াম।

নিয়মিত কাঁচামরিচ খেলে হৃৎপিন্ডের বিভিন্ন সমস্যা কমে যায়। এর ভিটামিন এ হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সহায়তা করে। কাঁচামরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা মাড়ি ও চুলের সুরক্ষা করে। প্রতিদিন একটি করে কাঁচামরিচ খেলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমে যায়; রক্তের কোলেস্টেরল কমায়; ত্বকে সহজে বলিরেখা পড়ে না। কাঁচামরিচের অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে জ্বর, সর্দি ও কাশি থেকে রক্ষা করে। সূত্র : ওয়েবসাইট

chardike-ad