বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২১ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন
শেয়ার

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত


india-pakistanএশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে পাত্তা পায়নি পাকিস্তান। আজ সুপার ফোরে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। অন্যদিকে ভারত চাইছে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করতে।

দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে টসের সময় দুই অধিনায়ক সূর্য ও সালমান আলী আগা হাত মেলাননি।

একাদশে দুটি পরিবর্তন এনেছে ভারত। দলে ফিরেছেন জাসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী। তাদের জায়গায় বেঞ্চে বসতে হয়েছে আর্শদ্বীপ সিং ও হার্ষিত রানাকে।

পাকিস্তানও করেছে দুটি পরিবর্তন। বাদ পড়েছেন হাসান নওয়াজ ও খুশদিল শাহ। তাদের বদলে একাদশে সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ ও হুসাইন তালাত।

গ্রুপ পর্বে দুই দলের প্রথম দেখায় ভারত ৭ উইকেটের বড় জয় পেয়েছিল।

ভারতের একাদশ- অভিষেক শর্মা, শুবমান গিল, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল,জাসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

পাকিস্তানের একাদশ- সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলী আগা, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।