বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২২ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৭ অপরাহ্ন
শেয়ার

এবার টিভি আম্পায়ারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ পিসিবির


fakarসুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে ফখর জামানের বিতর্কিত আউট নিয়ে টিভি আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগের বিরুদ্ধে অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আইসিসিকে মেইল করেছেন পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ চিমা। খবর টেলিকমএশিয়া.নেট।

ওই ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে অভিযোগ জানিয়েছিলেন নাভিদ চিমা। তবে পাইক্রফট জানান, বিষয়টি তার এখতিয়ারে পড়ে না। পরে সরাসরি আইসিসিতে মেইল করে অভিযোগ পাঠান পাকিস্তানের টিম ম্যানেজার।

বিতর্কিত ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের তৃতীয় ওভারে। হার্দিক পান্ডিয়ার বলে খোঁচা মেরে উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দেন ফখর জামান। প্রথমে আউটের আবেদন নাকচ করেন ফিল্ড আম্পায়ার গাজী সোহেল। পরে টিভি আম্পায়ারের কাছে যান তিনি। কয়েকটি রিপ্লে দেখে শ্রীলঙ্কান টিভি আম্পায়ার রুচিরা সিদ্ধান্ত দেন—স্যামসনের আঙুল বলের নিচে ছিল, তাই আউট। তবে আরেকটি অ্যাঙ্গেলে দেখা যায় বলটি গ্লাভসে জমার আগে মাটিতে লেগেছিল।

এতে হতাশ হয়ে মাঠ ছাড়েন ফখর, মাত্র ১৫ রানে আউট হওয়ার পর ব্যাট দিয়ে প্যাডে আঘাতও করেন তিনি। ড্রেসিংরুমে ফেরার সময় কোচ মাইক হেসনের সঙ্গেও আউট নিয়ে আলোচনা করতে দেখা যায় তাকে।

ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা বলেন, “জানি না সিদ্ধান্তটা সঠিক ছিল কি না। আমার মনে হয়েছে, বলটা সঞ্জুর হাতে পৌঁছানোর আগে মাটিতে লেগেছিল। তবে সিদ্ধান্ত নেওয়া আম্পায়ারদের কাজ, ভুল হতেই পারে।”

এর আগে গ্রুপ পর্বে হ্যান্ডশেক নিয়ে আরেকটি ঘটনায় আইসিসিতে অভিযোগ করেছিল পিসিবি। টসে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে বাধা দিয়েছেন ম্যাচ রেফারি পাইক্রফট—এমন অভিযোগ তোলে তারা। এমনকি জিম্বাবুয়ান রেফারির অপসারণও দাবি করেছিল পাকিস্তান। তবে আইসিসি সেই অভিযোগ খারিজ করে দেয়।

সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফখরের আউট নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনায় সরগরম ক্রিকেটপাড়া।