শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
শেয়ার

অপরাজিতা’র যাত্রা শুরু


Aparajita

ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে নতুন ফ্যাশন হাউজ অপরাজিতার যাত্রা শুরু হলো ঢাকায়। গত ১৮ সেপ্টেম্বর গুলশান-২ এর পিংক সিটি শপিং মলের লেভেল-৬ এ এর উদ্বোধন করেন উদ্যোক্তা লায়ন শারমিন সেলিম তুলি ও লায়ন ফারহানা বক্স।

অপরাজিতায় নারীদের জন্য বৈচিত্র্যময় পোশাকের সংগ্রহ থাকছে—বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানী, কাতান, তাঁতের শাড়ি, থ্রি-পিস ও সালোয়ার-কামিজের পাশাপাশি ভারত ও পাকিস্তানের ট্র্যাডিশনাল পোশাক। এখানে কাস্টমাইজ ডিজাইনের দেশীয় পোশাকও পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার বুলবুল টুম্পা ও ব্র্যান্ড প্রমোটার বারিশা হক।

শারমিন সেলিম তুলি বলেন, “২৪ বছর আগে নারীদের জন্য বুটিক শপ দিয়ে আমার ব্যবসা শুরু। সেই ধারাবাহিকতায় আমরা দুজন মিলে ‘অপরাজিতা’ প্রতিষ্ঠা করেছি, যা সব নারীর বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের প্রতীক।” ফারহানা বক্স জানান, “অপরাজিতার বিশেষত্ব হলো কাস্টমাইজ ডিজাইনের দেশীয় পোশাক।”

গুলশানে বসবাসরত দেশি-বিদেশি নারী ক্রেতাদের জন্য সাশ্রয়ী মূল্যে পোশাক সরবরাহই অপরাজিতার লক্ষ্য।