
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের বিষয়ে কড়া সতর্কবার্তা জারি করেছে মার্কিন প্রশাসন। দেশটির দাবি, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধ এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস তাদের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানায়, সীমান্ত সুরক্ষা জোরদারের মাধ্যমে বাস্তুচ্যুতি, শোষণ ও প্রাণহানির মতো ঘটনা প্রতিরোধ করা হচ্ছে।
দূতাবাস আরও জানায়, অবৈধ অভিবাসন রোধ সবার নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে এবং এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।































