শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন
শেয়ার

ফার্মগেট থেকে নিষিদ্ধ আ.লীগের অর্ধশত নেতাকর্মী আটক


রাজধানীতা ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

‎মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় অর্ধশত নেতাকর্মীকে রাজধানীর ফার্মগেট থেকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও-শেরে বাংলা নগর থানা পুলিশ। ‎বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ফার্মগেট আনন্দ সিনেমা হল ও শেরে বাংলা নগর মূল সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

‎বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, আজ দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। আমরা খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৩০-৩৫ জনকে আটক করেছি। আমাদের অভিযান চলছে। যে স্পটগুলাতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেছি।