বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
প্রবাস ডেস্ক প্রবাস ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪০ পূর্বাহ্ন
শেয়ার

এবার ইউরোপ থেকে ফেরত আসছে ৫২ বাংলাদেশি


Greece

ছবি: সংগৃহীত

বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে ইতালি, অস্ট্রিয়া, গ্রিস ও সাইপ্রাস থেকে ৫২ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম দফায় ৩২ জনের পৌঁছানোর কথা রয়েছে। ফেরত আসা সবাই পুরুষ। বাকি ২০ জন কবে ফিরবেন তা এখনও জানা যায়নি।

বাংলাদেশিদের ফেরত পাঠানোর ব্যাপারে সংশ্লিষ্ট দূতাবাস ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ কয়েক দিন ধরেই চিঠি চালাচালি করেছে। বুধবার বাংলাদেশ ইমিগ্রেশন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ফেরত পাঠানোদের নাম, ঠিকানা ও পাসপোর্ট নম্বরসহ তথ্য ইতোমধ্যেই বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে এসেছে। যাচাই-বাছাই শেষে বিমানবন্দরে তাদের গ্রহণ করা হবে।

এর আগে যুক্তরাষ্ট্র থেকেও একাধিক দফায় বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে। ২০২৪ সালের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে অন্তত ১৮৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইউরোপে অবৈধভাবে প্রবেশকারীদের চিহ্নিত করছে ‘ফ্রন্টেক্স’—ইউরোপের সীমান্ত রক্ষাবাহিনী। বাংলাদেশে ফেরার পর ব্র্যাক তাদের গ্রহণ, আর্থিক সহায়তা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করছে।

ব্র্যাকের গবেষণা বলছে, ২৬ থেকে ৪০ বছর বয়সীরা সবচেয়ে বেশি ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যে ৩১ থেকে ৩৫ বছরের সংখ্যা বেশি। ফেরত আসা অধিকাংশের বাড়ি মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, সিলেট, সুনামগঞ্জ, মুন্সীগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায়।