বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
শেয়ার

ফাইনালে উঠতে ১৩৬ রানের লক্ষ্য পেল বাংলাদেশ


bangladesh-team

বাংলাদেশ দল

অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের শুরুটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু মিস ফিল্ডিং আর ক্যাচ হাতছাড়ার মাশুল গুনে শেষ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৩৫ রান। ফলে ফাইনালের টিকিট নিশ্চিত করতে টাইগারদের সামনে এখন ১৩৬ রানের লক্ষ্য।

এর আগে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক। পাকিস্তান শিবিরে শুরুতেই তাসকিন আহমেদ ও শেখ মেহেদী হাসান আঘাত হানেন। দুই ওপেনার সাহিবজাদা ফারহান (৪) ও সাইম আইয়ুব (০) ফিরে গেলে চাপে পড়ে পাকিস্তান।

পরে রিশাদ হোসেনের ঘূর্ণিতে ভেঙে পড়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন। ফখর জামান (১৩) ও হুসাইন তালাত (৩) ফিরলে অস্বস্তি আরও বাড়ে পাকিস্তানের। তবে শেষ দিকে মোহাম্মদ হারিসের ৩১ ও মোহাম্মদ নওয়াজের ২৫ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানে থামে তাদের সংগ্রহ।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন মেহেদী ও রিশাদ। মোস্তাফিজ নেন এক উইকেট।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী (উইকেটরক্ষক ও অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলী আঘা (অধিনায়ক), হোসাইন তালাতম মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।