
আব্দুর রাজ্জাক, রাহাত শামস ও আসিফ আকবর
অনেক দিন ধরে চলা জল্পনা-কল্পনা ও নাটকের অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে বড় পরিবর্তন এসেছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে প্রতিদ্বন্দ্বী হিসেবে বাকি থাকলেন ৩৪ জন প্রার্থী। এর মধ্যে ৬ জন ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।
জেলা-বিভাগের ক্যাটাগরিতে ১০ পরিচালকের মধ্যে ৬ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
খুলনা বিভাগ থেকে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক আবদুর রাজ্জাক এবং জুলফিকার আলী খান, বরিশাল থেকে শাখাওয়াত হোসেন এবং সিলেট থেকে রাহাত সামস আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের এক প্রার্থী করে মনোনয়নপত্র প্রত্যাহার করার পর, চট্টগ্রাম বিভাগ থেকে সংগীতশিল্পী আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এখন নির্বাচন হবে কেবল ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে। অন্যদিকে খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রামে ভোটের প্রয়োজন পড়ছে না।
বিসিবি নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা
ক্যাটাগরি-১
ঢাকা বিভাগ (নির্বাচন হবে)
১. মোঃ আমিনুল ইসলাম (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা)
২. নাজমুল আবেদীন (ঢাকা জেলা ক্রীড়া সংস্থা)
৩. এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান (জামালপুর জেলা ক্রীড়া সংস্থা)
রাজশাহী বিভাগ (নির্বাচন হবে)
১. হাসিবুল আলম (রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা)
২. মুহাম্মদ মুখলেসুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা)
৩. এস এম শামস মতিন (জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা)
রংপুর বিভাগ (নির্বাচন হবে)
১. মোঃ হাসানুজ্জামান (রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা)
২. মোঃ রেহাতুল ইসলাম খোকা (দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা)
৩. মোঃ নূর-এ-শাহাদাৎ স্বজন (ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা)
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত:
চট্টগ্রাম বিভাগ:
১. আহসান ইকবাল চৌধুরী (চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা)
২. আসিফ আকবর (কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা)
খুলনা বিভাগ:
১. খান আব্দুর রাজ্জাক (খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা)
২. মোঃ জুলফিকার আলী খান (খুলনা জেলা ক্রীড়া সংস্থা)
সিলেট বিভাগ:
১. রাহাত সামস (সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা)
বরিশাল বিভাগ:
১. মোঃ শাখাওয়াত হোসেন (ভোলা জেলা ক্রীড়া সংস্থা)
ক্যাটাগরি-২ (ক্লাব)
১. মোহাম্মদ লুতফর রহমান (লিজেন্ডস অব রূপগঞ্জ)
২. ইসতিয়াক সাদেক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)
৩. আদনান রহমান (দীপন) (রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব)
৪. ফায়াজুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব)
৫. আবুল বাশার (প্রাইম ধলেশ্বর স্পোটিং ক্লাব)
৬. আমজাদ হোসেন (ঢাকা স্পারটান্স ক্রিকেট ক্লাব)
৭. শানিয়ান তানিম নাভিন (ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব)
৮. একেএম আহসানুর রহমান মল্লিক রনি (ইয়াং পেগাসাস ক্লাব- এ)
৯. মোঃ মোখছেদুল কামাল (গোল্ডেন ঈগলস স্পোটিং ক্লাব)
১০. মোহাম্মদ ফয়জুর রহমান ভুঞা (ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব)
১১. এম নাজমুল ইসলাম (ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি)
১২. ফারুক আহমেদ (রেঞ্জার্স ক্রিকেট একাডেমি)
১৩. মেজর ইমরোজ আহমেদ (অবঃ) (কাঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাব)
১৪. মোঃ রাকীব উদ্দিন (এইস ওয়ারিয়রস)
১৫. মোঃ মনজুর আলম (রেগুলার স্পোটিং ক্লাব)
১৬. মেহরাব আলম চৌধুরী (যাত্রাবাড়ি ক্রীড়া চক্র)
ক্যাটাগরি-৩
১. দেবব্রত পাল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
২. মোঃ খালেদ মাসুদ পাইলট (সাবেক ক্রিকেট খেলোয়াড়, বিসিবি কর্তৃক)।






































