বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২ অক্টোবর ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন
শেয়ার

এনসিপিকে শাপলা দিলে আমি কোনো মামলা করব না: মান্না


Manna

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অবশেষে ‘শাপলা’ প্রতীক চাওয়ার দাবি থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) যদি জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এ প্রতীক দেয়, তাহলে তিনি কোনো মামলা করবেন না।

বৃহস্পতিবার (২ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মান্না বলেন, “আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারে না। তবে ওরা (এনসিপি) আমার কাছে এসেছিল। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়স ও অভিজ্ঞতা বিবেচনায় এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা মাথায় রেখে আমি তাদের প্রতি দরদি। শাপলা প্রতীক যদি তাদের দেওয়া হয়, আমি প্রতিশ্রুতি দিচ্ছি- আমি কোনো মামলা করব না।”

এনসিপির কিছু শীর্ষকর্মী মান্নার এই সিদ্ধান্তকে প্রশংসা ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছেন। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রাতেই সামাজিক মাধ্যমে মান্নাকে ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে ইসি সূত্রে জানা গেছে, এনসিপি প্রথমে শাপলা, কলম ও মোবাইল ফোন প্রতীক চেয়ে আবেদন করেছিল। পরে তারা আবেদন সংশোধন করে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা চায়।

কিন্তু নির্বাচন কমিশন বলছে, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে থাকা ১১৫টি প্রতীকের মধ্যে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা নেই। তাই এনসিপি শাপলা প্রতীক পাবে না। বিকল্প হিসেবে খাট, থালা, বেগুন, বালতি সহ ৫০টি প্রতীক থেকে বেছে নেওয়ার জন্য দলটিকে চিঠি দিয়েছে ইসি। আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব প্রতীকের মধ্যে থেকে একটি নির্ধারণ করতে হবে।

ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. রফিকুল ইসলাম এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন।