
আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে রুদ্ধশ্বাস জয়ের পর আজ সিরিজ নিশ্চিত করার লক্ষ্যেই মাঠে নামছে বাংলাদেশ। শারজাহতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং ও কার্যকর বোলিংয়ে জয় পাওয়া টাইগাররা আজও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে।
প্রথম ম্যাচে ১০৯ রানের ঝড়ো উদ্বোধনী জুটি গড়ে দলকে শক্ত ভিত গড়ে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। দুজনের ফিফটি দলকে এগিয়ে নিয়েছিল জয়ের পথে। আজও তাদের ওপরই ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। তিন নম্বরে খেলা সাইফ হাসানকে রাখা হতে পারে আগের অবস্থানেই।
অধিনায়ক জাকের আলীর পর ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন। ফর্মহীন শামীম হোসেনের পরিবর্তে জায়গা পেতে পারেন তাওহিদ হৃদয়। গত ম্যাচে শেষ মুহূর্তে অপরাজিত থেকে জয়সূচক রান তোলা নুরুল হাসান সোহানের একাদশে থাকা প্রায় নিশ্চিত।
প্রথম ম্যাচে কার্যকর বোলিং করা নাসুম আহমেদ ও রিশাদ হোসেন স্পিন জুটি ভাঙার কোনো সম্ভাবনা নেই। দুজনই আগের ম্যাচে রান চেপে ধরা ও গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দিয়েছিলেন।
টানা খেলার চাপ সামলাতে পেস আক্রমণে পরিবর্তন আসতে পারে। বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ। সেক্ষেত্রে তার পরিবর্তে সুযোগ মিলতে পারে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। অন্যদিকে মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব একাদশে থাকার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), তাওহিদ হৃদয়/শামীম হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ।






































