
ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, পাকিস্তান যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ না করে, তবে তাদের ভূখণ্ডের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। খবর এনডিটিভি।
শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের অনুপগড়ে সেনা পোস্টে সৈন্যদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ সতর্কবার্তা দেন। জেনারেল দ্বিবেদী বলেন, এবার আর ভারত সংযম দেখাবে না। প্রয়োজনে ‘অপারেশন সিন্ধুর ২.০’-এর মতো পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, অপারেশন সিন্ধুর ১.০-তে আমরা সংযম দেখিয়েছিলাম। এবার তা করা হবে না। এবার এমন কিছু করা হবে যাতে পাকিস্তান ভাবতে বাধ্য হয়—তারা আদৌ ভূগোলের মানচিত্রে টিকে থাকতে চায় কি না। পাকিস্তান যদি টিকে থাকতে চায়, তবে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বন্ধ করতেই হবে।
এসময় ভারতের সেনাপ্রধান সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন। তিনি বলেন, খুব শিগগিরই তোমাদের সেই সুযোগ আসবে। শুভকামনা রইল।
প্রসঙ্গত, গত মে মাসে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর দুই দেশ প্রায় যুদ্ধের পরিস্থিতিতে চলে গিয়েছিল। দুই প্রতিবেশী উভয় দেশের ভেতরে বিমান হামলা চালায়। উভয় দেশ কয়েকটি করে যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে। উত্তেজনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে বৈশ্বিক চাপ ও উভয় দেশের বোঝাপড়ার ১০ মে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।







































