শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৫ অক্টোবর ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন
শেয়ার

রাজধানীতে সাবেক এমপি বি এম মোজাম্মেল হক গ্রেপ্তার


BM Mozammel

শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন অভিযোগে বা মামলায় তাকে আটক করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি।

বি এম মোজাম্মেল হক একাধিকবার শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।