Search
Close this search box.
Search
Close this search box.

আঙুল যার ছবি আঁকার ক্যানভাস

Hands-Paintings1
রূপকথার গল্প অনেকেই শুনেছেন। বইয়ের পাতায় পড়েছেনও অনেক। কিন্তু কারও হাতের আঙুলে রূপকথার গল্প দেখার সৌভাগ্য অনেকেরই হয়নি। রাশিয়ার রাজধানী মস্কোর শিল্পী সেভেটলানা কলোসোভাই এ রূপকথার জাদুকর, যিনি হাতের পাঁচ আঙুলে এমনসব রূপকথার ছবি আঁকেন, যা অভিভূত করে তুলবে আপনাকে।

palm_painitng2

বিখ্যাত রূপকথা লেখক হ্যান্স ক্রিস্টিয়ান এন্ডারসন ও এন্থোনি ডি সেইন্টের রূপকথার গল্প পড়েই হাতের তালুকে ক্যানভাস বানিয়ে অজস্র রূপকথাভিত্তিক চিত্রকর্ম এঁকেছেন এ শিল্পী।

chardike-ad

ছবি আঁকার প্রতি প্রবল টান সেভেটলানার। কিন্তু চার সন্তান আর ঘরকন্নার কাজ সারতে সারতেই ছবি আঁকার বেলা ফুরিয়ে যায়। বড় ক্যানভাসে তেলরঙে ছবি আঁকার ফুসরত মেলে না। আর তাই সিদ্ধান্ত বদলে তেল রঙ থেকে জলরঙকে মাধ্যম হিসেবে বেছে নেন এ শিল্পী। আর বড় ক্যানভাসের বদলে হাতের তালুতেই ছবি আঁকা শুরু করেন সেভেটলানা। ঘরের কাজ করতে করতে যদি কিছু ছবি হাতেই এঁকে ফেলা যায়! এভাবেই গল্পের শুরু। আর এরপর শতাধিক মনমুগ্ধকর ছবি, যেগুলোর দিকে তাকালে দর্শনার্থী ভুলে যায়, ছবিটি হাতের তালুতে আঁকা, না ক্যানভাসে।

palm_painitng3

সূত্র : ইন্টারনেট