
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ
জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “যত দিন বাংলাদেশের ইতিহাস থাকবে, তত দিন এই সনদ জাতির জন্য স্মরণীয় হয়ে থাকবে। আজকের শহীদদের আত্মত্যাগ, রক্তদান, জাতির আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা—সব কিছু কেবল শুরু হলো।”
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারভিত্তিক রাষ্ট্রকাঠামো প্রতিষ্ঠা পাবে। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে এবং রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানে নির্বাচনের পদ্ধতি স্পষ্টভাবে নির্ধারিত আছে, বিভ্রান্তির সুযোগ নেই। তবে প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসতে চাইলে বিএনপি তাতে অংশ নেবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।







































