Search
Close this search box.
Search
Close this search box.

দল থেকেও বহিষ্কার লতিফ সিদ্দিকী

হজ ও তাবলিগ সম্পর্কে চরম আপত্তিকর মন্তব্য করায় মন্ত্রিসভার পাশাপাশি আওয়ামী লীগের সব পদ থেকেও বিতর্কিত নেতা আবদুল লতিফ সিদ্দিকীকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

latif-siddikiলন্ডন থেকে দেশে ‍ফিরে বৃহস্পতিবার সকালে সিলেটে যাত্রাবিরতিকালে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান। সিলেট আওয়ামী লীগের নেতা মেসবাহ উদ্দিন সিরাজ এবং সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান এ তথ্য নিশ্চিত করেছেন।

chardike-ad

আওয়ামী লীগ নেতারা জানান, প্রধানমন্ত্রী লতিফ সিদ্দিকীর বক্তবে ক্ষুব্ধ এবং মর্মাহত।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ সাংবাদিকদের বলেন, “হজ নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য লন্ডনে অবস্থানকালেই লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। এখন দল থেকেও তাকে অব্যাহতি দেয়া হবে বলে তিনি বলেছেন।”

প্রসঙ্গত, গত রোববার নিউ ইয়র্কে স্থানীয় টাঙ্গাইল সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। তার মতে, এতে শ্রমশক্তির অপচয় হয়, উৎপাদনে প্রভাব পড়ে। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় ও টক শোর আলোচকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। লতিফ সিদ্দিকীর ওই বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার নিজ দল আওয়ামী লীগ থেকে শুরু করে দেশেবিদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ইসলামি দলগুলো তার বিচারের দাবিতে আন্দোলনে নামে। দেশের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রধানমন্ত্রী দেশে ফেরার আগেই জানানো হয়, তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। নতুনবার্তা।