মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৭ অক্টোবর ২০২৫, ৯:০২ অপরাহ্ন
শেয়ার

সালমান শাহ ও আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শাবনূর


Salman-Sabnoor

২৯ বছর আগে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে আদালতের এক আদেশে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রমনা থানায় অপমৃত্যুর মামলাটি এখন হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এ নিয়ে আবারও গুঞ্জন ছড়ালে মুখ খুলেছেন তার সহঅভিনেত্রী শাবনূর।

সোমবার ফেসবুক পোস্টে শাবনূর জানান, উদ্দেশ্যমূলকভাবে তার ও সালমান শাহর সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তিনি এসব গুজবের তীব্র নিন্দা জানান।

শাবনূর লেখেন, সালমান ছিলেন তার সবচেয়ে প্রিয় সহ-অভিনেতা, যার সঙ্গে তিনি ১৪টি সিনেমায় কাজ করেছেন। সালমানের মৃত্যুর পর তিনি ব্যক্তিগতভাবে মানসিক আঘাত পেয়েছেন বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, সালমান কীভাবে মারা গেছেন তা তিনি জানেন না। তবে তিনি চান, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে আইনের আওতায় আনা হোক।

সবশেষে সালমান শাহর মা নীলা চৌধুরীর প্রতি সহমর্মিতা জানিয়ে সোনানী পর্দার জনপ্রিয় এই নায়িকা সালমানের আত্মার মাগফিরাত কামনা করেন।