শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩০ অক্টোবর ২০২৫, ৬:১৩ অপরাহ্ন
শেয়ার

বিএনপির জন্ম হয়েছে ‘হ্যাঁ’ ভোটে, মৃত্যু হবে ‘না’ ভোটে: পাটওয়ারীর


Nasiruddin Patwary

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপির রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে, আর তার পরিসমাপ্তি ঘটবে ‘না’ ভোটের মধ্য দিয়েই।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীতে নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বলেন, ‘বিএনপি শুরু থেকেই সংস্কার কমিশনকে ভিন্নখাতে পরিচালিত করার চেষ্টা করেছে, যাতে আওয়ামী লীগকে পুনরায় রাজনৈতিকভাবে পুনর্বাসন করা যায়।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টি বা আওয়ামী লীগ—কারও ক্ষেত্রেই ছাড় দেওয়ার সুযোগ নেই।’

বিএনপিকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন বলেন, ‘তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, ‘হ্যাঁ’ বলেছে—এখন ‘না’ বলার সুযোগ নেই।’

আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে তার দায় অন্তর্বর্তী সরকারের ওপরই বর্তাবে বলে সতর্ক করেন তিনি। নাসীরুদ্দীন বলেন, ‘উপদেষ্টাদের অনেক সময় গেছে পারিবারিক ব্যস্ততায়; এখন জনগণের জন্য কাজের সময়। আইন উপদেষ্টার প্রতি আমাদের আস্থা নেই। প্রধান উপদেষ্টাকে শহীদ মিনারে গিয়ে জনগণের উপস্থিতিতে সংস্কার আদেশ ঘোষণা করতে হবে।’