শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩০ অক্টোবর ২০২৫, ৮:২৮ অপরাহ্ন
শেয়ার

‘নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে এমন পশ্চাৎমুখী ধারণা প্রত্যাখ্যান করে বিএনপি’


Tareque Rahman

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে এমন যে কোনো পশ্চাৎমুখী ধারণা প্রত্যাখ্যান করে বিএনপি। তিনি বলেন, শিশু পরিচর্যা, সমান মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নারীর ক্ষমতায়নের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেছেন, বাংলাদেশে নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ মাত্র ৪৩%, যেখানে পুরুষদের ৮০%। এ ব্যবধান জাতির সামগ্রিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।

তিনি বলেন, আমাদের পরিকল্পনায় রয়েছে: সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ডে-কেয়ার সেন্টার স্থাপন, সরকারি অফিসগুলোতে ধাপে ধাপে ডে-কেয়ার সেন্টার স্থাপনের জাতীয় পরিকল্পনা গ্রহণ, বড় বেসরকারি প্রতিষ্ঠান ও কারখানায় বাধ্যতামূলক ডে-কেয়ার ব্যবস্থা, যেসব নিয়োগকর্তা শিশু পরিচর্যার ব্যবস্থা রাখবে তাদের জন্য কর সুবিধা ও সিএসআর ক্রেডিট প্রদান করা হবে।

তারেক রহমান বলেন, “শিশু পরিচর্যা কোনো দয়া নয়, এটি সামাজিক-অর্থনৈতিক অবকাঠামোর অংশ।” এর মাধ্যমে জিডিপি ১% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং লক্ষ লক্ষ নারীর কর্মসংস্থান ও আয় বাড়বে।

তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন-ডলার অর্থনীতি গড়াই বিএনপির লক্ষ্য, যেখানে প্রতিটি নারী গর্বের সঙ্গে দেশের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।