শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩০ অক্টোবর ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন
শেয়ার

আজ রাতেই গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জামায়াতের


Jammat

অন্তর্বর্তী সরকারকে আজ বৃহস্পতিবার রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

তিনি বলেন, বিএনপি বলছে কোনোভাবেই গণভোট মানবে না। তাই আর সময়ক্ষেপণ না করে সরকারকে অবিলম্বে সিদ্ধান্ত নিতে হবে। তাঁর ভাষায়, ‘রাতের বেলাতেও অনেক আদেশ জারি করা যায়। আদেশ না হলে মানুষের আস্থা হারিয়ে যাবে। আস্থা হারালে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।’

তাহের আরও জানান, জুলাই জাতীয় সনদ ও গণভোটের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ আজ রাত অথবা আগামীকালকের মধ্যেই বাস্তবায়ন করতে হবে।

গণমাধ্যমের প্রশ্নে তিনি বলেন, ‘আমরা আন্দোলনের মধ্যেই আছি। আজ রাত পর্যন্ত অপেক্ষা করছি, কালও সময় আছে। এরপর দেখা যাবে।’

বিএনপির অবস্থান নিয়ে অভিযোগ করে তাহের বলেন, গণভোটকে থামাতেই বিএনপি নির্বাচনের দিন গণভোট চায়। তাদের আচরণ লাভ-ক্ষতির হিসাবভিত্তিক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হতে পারে না। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং তার আগে গণভোটের রায় অনুযায়ী নির্বাচন আয়োজনের নিশ্চয়তা চান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এটিএম মাছুমসহ কেন্দ্রীয় নেতারা।