মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৩১ অক্টোবর ২০২৫, ৩:২৯ অপরাহ্ন
শেয়ার

‘সালমানের সঙ্গে সম্পর্ক শুধুই ভাই-বোনের মতো ছিল’


Salman-Shabnoor

সালমান শাহ ও শাবনূর

নব্বইয়ের দশকে ঢালিউডে জনপ্রিয়তার শিখরে পৌঁছানো জুটি সালমান শাহ ও শাবনূর- মাত্র চার বছরে ১৪টি সিনেমায় একসঙ্গে কাজ করে দর্শকের হৃদয়ে অমলিন স্মৃতি রেখে গেছেন। সময় পেরিয়ে গেলেও তাঁদের জনপ্রিয়তা এখনও অব্যাহত।

বর্তমানে অস্ট্রেলিয়ায় জীবনযাপন করছেন শাবনূর। সম্প্রতি তিনি বলেছেন, সালমানের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুই ভাই-বোনের মতো ছিল। সালমান তাঁকে আদর করে “পিচ্চি” বলে ডাকতেন এবং সালমানের পরিবারও তাঁকে মেয়ের মতো ভালোবাসতেন।

সালমান-শাবনূরের প্রেমের গুঞ্জন প্রসঙ্গে শাবনূর জানান, এসব স্বার্থসিদ্ধির জন্য প্রচার করা হয়েছে এবং এতে তিনি কষ্ট পেয়েছেন। তিনি বলেন, “সালমানকে আমি কখনোই ভাই ছাড়া অন্যভাবে ভাবিনি।”

সালমান শাহর সহযোগী মুনসুর আলীও একই মন্তব্য করে জানান, সালমান শাবনূরকে প্রথম দেখাতেই ছোট বোনের মতো মনে করেছিলেন।

শাবনূর স্মৃতিচারণ করে বলেন, তাঁদের প্রথম পরিচয় এফডিসিতে। পরে ‘তুমি আমার’ ছবির পর থেকেই দর্শকের ভালোবাসা পেতে থাকেন দুজন। শুটিংয়ের সময় বোঝাপড়া ছিল চমৎকার- চোখের ইশারায়ই অভিনয় এগিয়ে যেত।

শাবনূর সালমানের স্ত্রী সামিরা হককে নিজের বন্ধুর মতো উল্লেখ করে বলেন, তাদের মধ্যে কোনো মনোমালিন্য ছিল না।

সালমানের মৃত্যু শাবনূরের জীবনের সবচেয়ে বড় ধাক্কা বলে জানান তিনি। এফডিসিতে সালমানকে শেষবার দেখা সেই মুহূর্ত আজও ভুলতে পারেননি। তাঁর ভাষায়, “সালমান যদি আজ বেঁচে থাকত, বাংলা চলচ্চিত্রের চিত্র হয়তো অন্য রকম হতো।”

১৪টি যৌথ ছবির মাধ্যমে বাংলা সিনেমায় কিংবদন্তি হয়ে থাকা সালমান-শাবনূর এখনও দর্শকের হৃদয়ে বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রিয় জুটি হিসেবেই রয়ে গেছেন।