Search
Close this search box.
Search
Close this search box.

হার্ট সুস্থ রাখতে যা উপকারী

http://www.dreamstime.com/royalty-free-stock-photography-human-heart-image24311767হার্ট শরীরের সবচেয়ে মূল্যবান অঙ্গ। এটি সুস্থ রাখতে কিছু পরামর্শ দেয়া হলো-

* লাল মাংস না খাওয়াই ভালো।

chardike-ad

* দেহের উচ্চতা অনুযায়ী ওজন নিয়ন্ত্রণে রাখুন।

* দুধ খাবেন। কিন্তু ননি তোলা দুধ ও দই খান।

* খাবার টেবিলে পাতে টোকা লবণ খাওয়ার অভ্যাস ত্যাগ করুন।

* ধূমপান ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য বর্জন করুন।

* শারীরিক পরিশ্রম বা কায়িক পরিশ্রম করতে হবে।

* নিয়মিত কিছু ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন।

* বেশি বেশি মাছ খান। মাছের তেলে আছে ‘ওমেগা থ্রি ফ্যাটি এসিড’।

* মুরগির চামড়া কম খান।

* শাকসবজি, শালগম, সয়াবিন, শুকনা শিমের বিচি ও মটরশুঁটি বেশি খাবেন।

* ভিটামিন সি-যুক্ত খাবার যেমন লেবু, আমলকী, কাঁচামরিচ, পেয়ারা বেশি খাবেন।

* অকারণে দুশ্চিন্তাগ্রস্ত ও উত্তেজিত হবেন না।

* প্রাণখুলে গল্প করুন ও গান গাইতে পারেন।

* বই পড়ার অভ্যাস গড়ে তুলুন।