Search
Close this search box.
Search
Close this search box.

‘অখণ্ড’ কোরিয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব বাড়ছে

north_south_korea_reunificationদুই কোরিয়ার পুনঃএকত্রীকরণ বিষয়ে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মাঝে ইতিবাচক মনোভাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। নিয়মিত সরকারি জরিপের সর্বশেষটিতে দক্ষিনের প্রায় ৫৬ শতাংশ অধিবাসী ‘অখণ্ড’ কোরিয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন।

সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির ইন্সটিটিউট ফর পিস এন্ড ইউনিফিকেশন পরিচালিত সর্বশেষ জরিপে অংশ নেয়া ১২শ’ কোরিয়ান নাগরিকের ৫৫.৯ শতাংশ জানিয়েছেন যে তাঁরা মনে করেন পুনঃমিলন দক্ষিন কোরিয়ার জন্য কল্যাণকর হবে। ২০০৭ সালে এ জরিপ কার্যক্রম শুরু হওয়ার পর একীভূত হওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাবে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ শতকরা হার।

chardike-ad

সাত বছর আগে প্রথম জরিপে ৫৫.৮ শতাংশ দুই কোরিয়ার পুনঃএকত্রীকরণের পক্ষে মত দিলেও ২০১৩ সাল নাগাদ তা কমতে কমতে ৪৮.৬ শতাংশে নেমে আসে। পরবর্তীতে সরকার ও রক্ষণশীল গণমাধ্যমসমূহের ব্যাপক প্রচারণায় ইতিবাচক সাড়ার পরিমাণ পুনরায় বৃদ্ধি পেতে শুরু করে।

সর্বশেষ জরিপ অনুসারে উত্তরকে ‘অংশীদার’ মনে করা দক্ষিণ কোরিয়ানের সংখ্যা বেড়েছে। তবে একইসাথে বৃদ্ধি পাচ্ছে উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম নিয়ে আতংক। বর্তমানে ৮৯.৩ শতাংশ দ. কোরিয়ান নাগরিক এটিকে নিজ দেশের জন্য হুমকি হিসেবে দেখছেন। প্রায় সমসংখ্যক মনে করেন উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ত্যাগ করবে না।