মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৯ নভেম্বর ২০২৫, ৬:২১ অপরাহ্ন
শেয়ার

রাশিয়ার হামলায় ইউক্রেনে ১৯ জন নিহত


ukrine

রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে

ইউক্রেনজুড়ে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। ইউক্রেনের স্টেট এমার্জেন্সি সার্ভিস (এসইএস) জানিয়েছে, হামলায় আহত হয়েছেন ৬৬ জন, যাদের মধ্যে ১৬ জন শিশু রয়েছে—এ তথ্য দিয়েছে ।

বুধবার সকালে পুরো ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ ও টারনোপিল-এ একাধিক বিস্ফোরণ শোনা যায়।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানায়, হামলার কারণে বেশ কয়েকটি অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়—টারনোপিলের একটি আবাসিক টাওয়ারের ওপরের তলাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং কালো ধোঁয়ার বিশাল স্তম্ভের মধ্যে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রাতের হামলায় অন্তত ৩৬ জন আহত হয়েছেন। সেখানে ১০টির বেশি অ্যাপার্টমেন্ট ভবন, একটি স্কুল, সুপারমার্কেট এবং অ্যাম্বুলেন্স সাবস্টেশনসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো এবং বহু বেসামরিক এলাকায় ঘনঘন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।