শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৮ ডিসেম্বর ২০২৫, ৯:১৪ পূর্বাহ্ন
শেয়ার

ভোজ্যতেলের নতুন দাম আজ থেকে কার্যকর


soybean-oil

ফাইল ছবি

দেশের বাজারে ভোজ্যতেলের দাম আবারও বেড়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন রবিবার (৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা আজ সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর।

নতুন দামের তালিকা অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা করা হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা বেড়ে প্রতি লিটার ১৭৬ টাকা নির্ধারণ হয়েছে। পাঁচ লিটারের বোতলের নতুন দাম ৯৫৫ টাকা, আর খোলা পাম তেলের প্রতি লিটার ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে পূর্ব ঘোষণা ছাড়াই ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গত বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এককভাবে দাম বাড়ানোর বিষয়ে সরকার নজরদারি বাড়িয়েছে।