শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বিজনেস ডেস্ক বিজনেস ৯ ডিসেম্বর ২০২৫, ৩:২৮ অপরাহ্ন
শেয়ার

সোনামসজিদ দিয়ে একদিনে এলো ৪১৯ টন পেঁয়াজ


সোনামসজিদ দিয়ে একদিনে এলো ৪১৯ টন পেঁয়াজ

দীর্ঘদিন বন্ধ থাকা পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফের ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু হয়েছে।

সোমবার (৮ অক্টোবর) সকাল থেকে সারাদিনে পর্যায়ক্রমে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ ব্যবহার করে ৪১৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম।

তিনি বলেন, তিন মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার পরই প্রথম চালানটি রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দরে এসে পৌঁছে। এরপর সোমবার সকাল থেকেই ভারতীয় পেঁয়াজ এই বন্দর দিয়ে আসতে শুরু করে।

তিনি আরও বলেন, সোমবার সারাদিনে ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে এসেছে। বেশ কয়েকজন আমদানিকারক এ পেঁয়াজ আমদানি করেছেন।