Search
Close this search box.
Search
Close this search box.

শীঘ্রই আসছে উড়ন্ত গাড়ি

aeromobile-car

একবার ভাবুনতো গাড়ি স্থলেও চলবে আবার আকাশেও উড়বে! এমন গাড়ি যদি আবিস্কার হয় তাহলেতো যানজটেও কোন য়ামেলা নেই। উড়ে চলে যাওয়া যাবে। হ্যাঁ যানজটের তিক্ততা থেকে মুক্তি পেতে খুব শীঘ্রই বাজারে আসছে পৃথিবীর প্রথম উড়ন্ত গাড়ি।

chardike-ad

এক খবরে এনডিটিভি জানিয়েছে, এরোমোবিল নামে স্লোভাকিয়ার এক প্রতিষ্ঠান এ গাড়ি প্রস্তুত করেছে।

কোম্পানিটির প্রধান প্রকৌশলী এবং সহ-প্রতিষ্ঠাতা স্টিফেন ক্লেইন এরোমোবিল-৩ নামের এ গাড়িটি উদ্ভাবনে নেতৃত্ব দিয়েছেন। গত বিশ বছর ধরে তিনি এই গাড়ি নিয়ে গবেষণার কাজে যুক্ত ছিলেন।

আগামী ২৯ অক্টোবর অস্ট্রিয়ার পাওনিয়ার ফেস্টিভ্যালে এরোমোবিল-৩ প্রদর্শিত হবে।

ক্লেইন এবং তাঁর দল প্রথমে এরোমোবিল-২.৫ নামের একটি গাড়ির মডেল তৈরি করেন। এটি সাফল্যের সঙ্গে টেক-অফ, আকাশে উড়া এবং সবশেষে মাটিতে ল্যান্ড করে। পরে এর উন্নতি ঘটিয়ে প্রস্তুত করা হয় এরোমোবিল-৩।

এ গাড়িতে ৯১২ রোটেক্স ইঞ্জিন রয়েছে, যার সাহায্যে উড়ন্ত গাড়িটি আকাশপথে ৭০০ কি.মি. ও রাজপথে ৮৭৫ কি.মি. পর্যন্ত যেতে পারে। গাড়িটির আকাশ পথে উড়তে প্রতি ঘণ্টায় মাত্র ১৫ লিটারের মতো তেল খরচ হবে। আর রাস্তায় চলতে প্রতি ঘণ্টায় ১২.৫ লিটার তেল লাগবে। গাড়িটি আকাশপথে ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কি.মি. এবং রাস্তায় সর্বোচ্চ ঘণ্টায় ১৬০ কি.মি. বেগে ছুটতে পারবে। টেক-অফের এর গতি হবে ঘন্টায় ১৩০ কি.মি.।

তবে সংস্থাটি জানিয়েছে, তারা এখনও মনে করে না গাড়িটির মডেল পুরোপুরি সঠিক। বরং আরও অনেক উন্নতির প্রয়োজন রয়েছে।