Search
Close this search box.
Search
Close this search box.

জামায়াত নেতা তাহেরকে বিমানবন্দর থেকে ফেরত

taherসৌদি আরব যাওয়ার পথে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও তার স্ত্রীকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ আটকে দিয়েছে। ফলে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে তাদের।

রোববার দুপুরে তার ফেসবুক পেজে এমনই একটি স্ট্যাটাস দিয়েছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের।  সেখানে তিনি জানান, দুপুর ১২টার দিকে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাদের ফেরত পাঠায়।

chardike-ad

এ ব্যাপারে জানতে যোগাযোগ করলে আবদুল্লাহ মোহাম্মদ তাহের টেলিফোনে নতুন বার্তা ডটকমকে বলেন,  সৌদি সরকারের আমন্ত্রণে তিনি স্ত্রী হাবিবা চৌধুরীকে নিয়ে  সেখানকার কিং ফয়সাল হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। বেলা দুইটায় সৌদি এয়ারলাইনসের একটি বিমানে তাদের যাত্রা করার কথা ছিল।

মোহাম্মদ তাহের  বলেন, দুপুর ১২টার দিকে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাদের আটকে দেয়। তাদের বিদেশ যাওয়ার ব্যাপারে সরকারের উচ্চপর্যায় থেকে নিষেধাজ্ঞা রয়েছে বলে ইমিগ্রেশন থেকে জানানো হয়।

এই নিয়ে তৃতীয়বারের মতো বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ফেরত আসতে হয়েছে বলে জানান তাহের। নতুনবার্তা।