Search
Close this search box.
Search
Close this search box.

গুজরাটে বিশ্বের বৃহত্তম স্কুটার প্লান্ট

scooter-Honda-Dioভারতের গুজরাটে বিশ্বের বৃহত্তম স্কুটার প্লান্ট স্থাপনের ঘোষণা দিয়েছে জাপানি গাড়ি নির্মাতা হোন্ডো মোটরসাইকেল এবং ভারতীয় প্রতিষ্ঠান স্কুটার ইন্ডিয়া।

এক খবরে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আহমেদাবাদের এই প্লান্টে আগামী কয়েক মাসে ১ হাজার ১০০ কোটি রুপি বিনিয়োগ করবে হোন্ডা এবং স্কুটারের যৌথ উদ্যাগে প্রতিষ্ঠিত এইচএমএসআই।

chardike-ad

প্রায় ২৫০ একর জমির নিয়ে প্রস্তাবিত এ প্লান্টের কাজ শেষ হবে ২০১৫ সালে।

এতে প্রতিবছর ১২ লাখ ইউনিট স্কুটার প্রস্তুত করা হবে, যা এ পর্যন্ত কোনো একক প্লান্টে সর্বাধিক স্কুটার উৎপাদনের রেকর্ড।

এইচএমএসআই জানিয়েছে, এ প্লান্টের ৯৭ শতাংশ কাঁচামালই স্থানীয়ভাবে সরবরাহ করা হবে।