Search
Close this search box.
Search
Close this search box.

নিয়মিত দাঁত না মাজলে ক্যান্সার!

tooth-manদাঁতের সঠিক যত্নে না নিলে একদিকে যেমন দাঁতে ব্যথা হওয়ার আশঙ্কা বেড়ে যায়, ঠিক তেমনই দাঁতে পোকা, মুখের ভিতরে ঘা এবং নিঃশ্বাসে দুর্গন্ধ হবে নিত্যসঙ্গী।

কিন্তু এখানেই ভোগান্তির ইতি নয়। দাঁত এবং মুখের যথাযথ যত্ন না নিলে আপনার অজান্তেই জীবনে প্রবেশ করতে পারে ওরাল ক্যান্সার।

chardike-ad

ওরাল ক্যান্সার কেবল মুখের ভিতরের আস্তরণের উপর প্রভাব ফেলে তা নয়, মুখের ভিতরের হাড়, মাংসপেশি এবং শিরা আস্তে আস্তে নষ্ট করে দেয়।

সময়মতো চিকিত্ৎসায় মুখের ক্যান্সারও সেরে যায়, কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না যে তাদের এই রোগ হয়েছে। তাই অসাবধানতা এবং অবহেলার মাসুল চোকাতে হয় নিদারুণভাবে।

ওরাল ক্যান্সার সম্পর্কে নিজের এবং প্রিয়জনদের মধ্যে সচেতনতা বাড়াতে কয়েকটি তথ্য জেনে রাখতে পারেন।

কোন কোন কারণে হতে পারে : অত্যধিক ধূমপান পান, জর্দা, খৈনি, পান মশলা জাতীয় জিনিস অতিরিক্ত পরিমাণে খাওয়া, অত্যধিক মদ্যপান, ঠোঁটের চারপাশে সানস্ক্রিন এবং লিপবাম ব্যবহার না করেই অতিরিক্ত রোদে বেরোনো।
সূত্র : ইন্টারনেট