Search
Close this search box.
Search
Close this search box.

ইবোলা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

ebola

বিশ্বজুড়ে ইবোলা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে পশ্চিম আফ্রিকার তিন দেশে সবচেয়ে বেশি মানুষ মরঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ৪ হাজার ৯২২ জন মানুষ ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছে।

chardike-ad

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি অনলাইনের।

ইবোলায় আক্রান্ত ১০ হাজার মানুষ পশ্চিম আফ্রিকার তিনটি দেশে সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনির অধিবাসী। এ ছাড়া অন্যান্য দেশে আক্রান্ত হয়েছে ২৭ জন। ওই তিন দেশ অন্য দেশগুলোতে আরো ১০ জন মারা গেছে ইবোলায়।

ইবোলা আক্রান্ত দেশগুলোর মধ্যে সবশেষে এসেছে মালির নাম। দেশটিতে দুই বছরে এক শিশু ইবোলায় মারা গেছে। জানা গেছে, ৪০ জন মানুষ তার সংস্পর্শে এসেছে। তাদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডব্লিউএইচওর সবশেষ পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, ইবোলায় সবচেয়ে বেশি মানুষ গেছে সিয়েরা লিওনে। দেশটিতে ২ হাজার ৭০৫ জন মানুষ মারা গেছে। এর পর আছে লাইবেরিয়া, যেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮১ জন। গিনিতে মারা গেছে ৯২৬ জন।

এ ছাড়া মালিতে একজন, নাইজেরিয়ায় ৮ জন ও যুক্তরাষ্ট্রে ১ জন ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছে।