sentbe-top

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী স্যামসাং

 

দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত টেলিকমিউনিকেশন কোম্পানি স্যামসাং বাংলাদেশে স্মার্ট ফোন উৎপাদন শিল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ুন ইয়ং শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে আয়োজিত বৈঠকে এ কথা জানান। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে কোরিয়ার দূতাবাসের বাণিজ্যিক শাখার মহাপরিচালক সাম সিক কিম সহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এখাতে বিনিয়োগ হলে বাংলাদেশে প্রায় ৫০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কমপক্ষে এক বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মোবাইল ফোন সেট ও এক্সসরিজ রফতানি সম্ভব হবে। এটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে যুগান্তকারী অবদান রাখবে বলেও জানানো হয়।

বৈঠকে বাংলাদেশের শিল্পখাতে দক্ষিণ কোরিয়ার সহায়তার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে স্থাপিত জুতা কারখানার সম্প্রসারণ, তথ্য-প্রযুক্তিখাতে কোরিয়ার সহায়তা এবং শিল্পখাতে উন্নত প্রযুক্তি হস্তান্তরের উপায় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের তৈরি পোশাক শিল্পখাতের প্রশংসা করেন। তিনি বলেন, গত শতাব্দীর ৭০ এর দশকে কোরিয়ার দাইয়ু কোম্পানির সহায়তায় বাংলাদেশে যে তৈরি পোশাক কারখানা স্থাপন হয়েছিল, আজ তা বাংলাদেশের রফতানি বাণিজ্যের প্রধান খাত হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়াতে ক্যাটালিস্টের ভূমিকা পালন করবেন বলে শিল্পমন্ত্রীকে অবহিত করেন।

খবরঃ নতুন বার্তা ডটকম
sentbe-top