Search
Close this search box.
Search
Close this search box.

কাকাও এর গ্রাহক ৭ কোটি ছাড়িয়ে

 

chardike-ad

ডেস্ক রিপোর্টঃ কোরিয়ার জনপ্রিয় ফ্রি মোবাইল মেসেঞ্জার  কাকাও এর গ্রাহক সাত কোটি ছাড়িয়ে গেছে। ২০১০ সালের মার্চ থেকে যাত্রা শুরু করা কাকাও ব্যবহারকারীর সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। কাকাওকে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাষায় ব্যবহার উপযোগী করে নিয়মিত সংস্করণ বের করা হচ্ছে। কাকাও এর সেবা এখন ১৩টি ভাষায় প্রদান করা হচ্ছে। কাকাও কর্তৃপক্ষ জানায়, প্রত্যেক ব্যবহারকারী গড়ে প্রতিদিন ৪৩ মিনিট কাকাওয়ে সময় ব্যয় করে। এছাড়া প্রতিদিন ২ কোটি ৭০লাখ লোক কাকাও ব্যবহার করে এবং ৪.২ বিলিয়ন এসএমএস আদানপ্রদান করে।

কাকাওয়ের অন্য একটি জনপ্রিয় সেবা কাকাও স্টোরি ও দিন দিন জনপ্রিয় হয়ে উঠার কারণে কোরিয়ার তরুণ-তরুণীরা ফেসবুক বা টুইটারের চেয়ে কাকাও স্টোরি বেশি ব্যবহার করে থাকে। এছাড়া কাকাও এর  ইন্টারনেট গেইমের কারণেও তরুণদের একটি অংশের নিকট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।