Search
Close this search box.
Search
Close this search box.

১২৯ রানের লিড পেল বাংলাদেশ

jubayer

চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৭৪ রান করেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন লেগ স্পিনার জুবায়ের হোসেন। সেই সুবাদে প্রথম ইনিংসে ১২৯ রানের লিড পেল স্বাগতিকরা।

chardike-ad

এর আগে বাংলাদেশের ব্যাটিংয়ের জবাব দিতে নেমে আগের দিন দলীয় নয় রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন রুবেল হোসেন। তার ওভারের শেষে বলে সফরকারী ব্যাটসম্যান বিরান চারি শট খেলতে গেলে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত হন।

নিজের ২২তম ওভারে এসে উইকেটের দেখা পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। মুতাম্বামিকে ২০ রানে এলবির ফাদেঁ ফেলেন তিনি। সাকিবের পরের ওভারেই শিংগি মাসাকাদজাকে মাহমুদুল্লাহর ক্যাচে পরিণত করান তাইজুল ইসলাম। সাকিবের মতো এটিও এ টেস্টে তার প্রথম উইকেট।

তবে একপ্রান্ত আগলে রেখে এখনো ব্যাট করে চলেন এলটন চিগাম্বুরা (৮৬*)। তার সাথে আছেন পানিয়াংগারা (০*)

চা বিরতির আগে আবারও ব্রেক থ্রু এনে দিলেন পেসার শফিউল ইসলাম। দ্বিতীয় নতুন বলে ইনিংসের ৮৭তম ওভারে দারুণ এক ইনসুইঙ্গারে চাকাব্বাকে এলবিতে পরিণত করেন তিনি। ৬৫ রান করেন চাকাব্বা। তবে এর আগে ৬ষ্ঠ উইকেট জুটিতে এলটন চিগাম্বুরাকে সঙ্গে নিয়ে ১০৯ রানের প্রতিরোধ গড়েন ডানহাতি এই ব্যাটসম্যান। ৬ উইকেটে ৩৩০ স্কোরকার্ড নিয়ে চা বিরতিতে যায় সফরকারীরা। চিগাম্বুরা ৭৩ ও মুতাম্বামি ৫ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে ক্রেইগ আরভিনকে (১৪) শিকারে পরিণত করেন জুবায়ের। ইনিংসের ৫৯তম ওভারের প্রথম বলে ৫ম ব্যাটসম্যান হিসেবে আরভিনকে বোল্ড করে নিজের ৩ নম্বর উইকেটটি তুলে নেন জুবায়ের।

৪ উইকেটে ২১০ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় সফরকারীরা। চাকাব্বা ১৬ এবং ক্রেগ অরভিন ১২ রানে ব্যাট করছিলেন।

সকালে এক ওভারেই জোড়া আঘাত হানেন স্পিনার জুবায়ের। ৩য় দিনের প্রথম সেশনে ৪৭তম ওভারে প্রথম বলে ব্রেন্ডন টেলর (১) ও ৩য় বলে সিকান্দার রেজাকে (৮২) সাজঘরে পাঠান জুবায়ের। এসময় সফরকরীদের সংগ্রহ ছিল ১৭২/৪।

এর আগে শফিউলের আঘাতে মাসাকাদজা ও সিকান্দার রেজার ১৬০ রানের জুটি ভাঙে।

টানা ২য় সেঞ্চুরির দিকে এগুতে থাকা হ্যামিল্টন মাসাকাদজাকে ৪৪তম ওভারে এলবির ফাদেঁ ফেলে প্যাভিলিয়নে ফেরত পাঠান পেসার শফিউল। তার সংগ্রহ ৮১ রান।

এর আগে ৩য় দিন সকালের সেশন স্বাগতিক বোলারদের জন্য হতাশারই ছিল। ২য় দিন শেষে হাফ সেঞ্চুরিতে অপরাজিত থাকা জিম্বাবুয়ের ২ ব্যাটসম্যান হামিল্টন মাসাদাকজা এবং সিকান্দার রেজা এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে।

প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫০৩ রান।

৩ টেস্ট সিরিজে ঢাকা ও খুলনা টেস্ট জয়ের ফলে ২-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।